লালমনিরহাট প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০১৯

অনুপ্রবেশের ঘটনায় দুঃখ প্রকাশ

বিএসএফের অস্ত্র ফেরত বিজিবির

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর সীমান্তে গ্রামবাসীর ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালানোর ঘটনায় বিএসএফের অস্ত্র ও ওয়াকিটকি ফেরত দেওয়া হয়েছে। বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর বিএসএফের ফেলে যাওয়া একটি শটগান, শটগানের একটি তাজা গুলি ও একটি ওয়াকিটকি বিএসএফকে ফেরত দেয় বিজিবি। গতকাল শনিবার বেলা দেড়টায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক হয়। বিজিবির চার সদস্যের নেতৃত্ব দেন রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম এবং ভারতীয় কুচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল বানারম্বর শাউ। প্রসঙ্গত, গত শুক্রবার রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুংলিবাড়ী সীমান্তের ৮৪১ নম্বর মেইনপিলারের ৬ নম্বর সাবপিলার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করে। ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের পর বিজিবিও পাল্টা সদস্য মোতায়েন করে।

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের বুড়িমারী কোম্পানি কমান্ডার ইব্রাহিম মিয়া বলেন, রাত ৮টার দিকে মুংলিবাড়ী সীমান্তের কয়েকজন গরু চোরকারবারি ভারতীয় সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। ভারতীয় কুচবিহার-১৪৮ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা কোম্পানি সদরের টহলরত দুজন বিএসএফ সদস্য চোরকারবারিদের ধাওয়া করতে করতে বাংলাদেশ সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশ করে স্থানীয় মুংলিবাড়ী এলাকার বাসিন্দা মৃত নইমুদ্দিন মিয়ার ছেলে আজিমুদ্দিন ওরফে ভুট্টর (৪৫) বাড়িতে হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা বিএসএফ সদস্যদের ধাওয়া করলে তারা ‘এসেলার’ নামের একটি শটগান ও ওয়াকিটকি ফেলে পালিয়ে যান। এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বানে সাড়া দিলে শনিবার দুপুরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বর্তমানে ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পতাকা বৈঠক শেষে রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম বলেন, বিএসএফের কর্মকর্তারা অবৈধভাবে অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ এবং অনাকাক্সিক্ষত ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকার করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close