নিজস্ব প্রতিবেদক

  ২৩ অক্টোবর, ২০১৮

র‌্যাবের অভিযান

পানি বিশুদ্ধকরণের কারখানা সিলগালা

রাজধানীর বাড্ডায় পানি বিশুদ্ধকরণ ও বিপণন কারখানায় অভিযান পরিচালনা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা করার পাশাপাশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। সিলগালা করা প্রতিষ্ঠান দুইটি হলো আর ইসলাম ড্রিংকিং ওয়াটার এবং সাবরিনা ড্রিংকি ওয়াটার। গতকাল সোমবারের অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) ও স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়ে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, নগরবাসী রাজধানীতে চলাফেরা করেন। বিভিন্ন সময় খাবার হোটেল, রেস্টুরেন্ট বা চায়ের দোকানে জারের পানি কিনে পান করেন। জারে বিশুদ্ধ পানি সরবরাহ করার কথা থাকলেও তা এই প্রতিষ্ঠানগুলো করছে না। তারা পানি বিশুদ্ধ করা ছাড়াই সরবরাহ করে। সিলগালা করে দেওয়া প্রতিষ্ঠানগুলোর লাইসেন্সও ছিল না। তিনি আরো জানান, অভিযানে অনিয়ম পাওয়ায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে, করা হয়েছে আর্থিক দন্ডও।

অপরাধ বিবেচনায় যার পরিমাণ সাড়ে ৭ লাখ টাকা। এসব প্রতিষ্ঠানে ডিপকল দিয়ে পানি উত্তোলন করে সরাসরি জারে ভরে বাজারজাত করা হতো। এই পানিগুলোর কোনো মান নেই। স্বাস্থের জন্য খুবই ক্ষতিকর এসব পানি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close