পাবনা প্রতিনিধি

  ২৫ সেপ্টেম্বর, ২০১৮

পাবনায় সড়ক পরিবহনের ৩ নেতা হামলায় আহত

পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (কাশীনাথপুর) অফিসে গতকাল সোমবার তিন শ্রমিক নেতাকে বহিরাগতরা হামলা করে আহত করেছে। হামলার শিকার তিন শ্রমিক নেতা হলেন, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, লাইন সম্পাদক মঞ্জুরুল আলম মঞ্জু ও আকবর হোসেন। এ নিয়ে পাবনার কাশীনাথপুরে উত্তেজনা বিরাজ করছে। আহত শ্রমিক নেতারা ও বহিরাগতরা মুখোমুখি অবস্থান নেওয়ায় যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল হাকিম জানান, আবদুল হাই এবং জয়নাল আবেদীন সদস্য পদের জন্য আবেদন করেন। গত ৩০ মার্চের সাধারণ সভায় তা নাকচ হয়ে যায়। এতে তারা ক্ষুব্ধ হয়ে গত ৩০ মে বহিরাগতদের নিয়ে এ অফিস দখল করে নেয় এবং নির্বাচনের তারিখ ঘোষণা করে। অসাংবিধানিক এ নির্বাচনের বিরুদ্ধে শ্রম আদালতে একটি মামলা (মামলা নং ৩৮/২০১৮) আছে। আদালত এর ওপর আগামী ৩০ সেপ্টেম্বর শুনানি করবেন। কিন্তু তারপরও তারা নির্বাচনী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

পাবনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি শাহ আলম মুক্তি জানান, বৈধ কমিটির কয়েকজন শ্রমিক নেতা অফিসে ঢুকতে গেলে তাদের ওপর বহিরাগতরা হামলা চালিয়েছে। এদিকে আবদুল হাইয়ের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। শ্রম অধিদফতরের উপ-শ্রম পরিচালক গতকাল সোমবার জানান, এ বিষয়টি শ্রম আদালতে গড়িয়েছে। তাই এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close