জাবি প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৮

শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার প্রতিবাদ জাবি শিক্ষক সমিতির

নিরাপদ সড়ক দাবির বাস্তবায়ন এবং আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা সরাকারের কাছে নিরাপদ সড়কের দাবির বাস্তবায়নের দাবি জানান।

অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, নিরাপদ সড়কের দাবি বাস্তবায়নের জন্যে ছোট ছোট শিশু-কিশোর-ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে দাবি বাস্তবায়নের জন্য নিজেরাই পরিশ্রম করেছে। দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতিশ্রুতি পাওয়ার পরও তারা রাস্তা থেকে ওঠেনি, তারপরও তারা কয়েক দিন ছিল। এজন্য সরকারের অনেকেই ক্ষুব্ধ হয়েছেন। তবে তারা যে রাস্তায় ছিল এটার কারণÑ প্রতিশ্রুতি পেলেই যে বাস্তবায়ন হবে এই নিশ্চয়তাটা আমাদের দেশে কম।

জাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদের সঞ্চলনায় মানববন্ধনে অন্যদের মধ্যে জাবি শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক রাশেদা আক্তার, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন প্রমুখসহ ৩৫-৪০ জন শিক্ষক উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close