সংসদ প্রতিবেদক

  ১৮ মে, ২০১৮

প্রতিবন্ধীদেরও উন্নয়নের সহযাত্রী করতে হবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজের সবস্তরে প্রতিবন্ধী জনসমষ্টিকে অবহেলা থেকে মুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। প্রতিবন্ধীরা যেন দুর্যোগ ঝুঁকিমুক্ত থাকে; সেদিকে লক্ষ রেখে অন্তর্ভুক্তিমূলক আইন ও নীতি প্রণয়ন করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। প্রতিবন্ধীদের উন্নয়নের ধারায় সহযাত্রী করতে হবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত প্রতিবন্ধিতা এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রিয়াজ আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist