নিজস্ব প্রতিবেদক

  ০৫ জানুয়ারি, ২০১৮

নতুন মন্ত্রীকে মেনন

বিমান নিয়ে আপনাকে গালি খেতে হতে পারে

রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ বিমানের কারণে সব অর্জন ম্লান হয়ে যেতে পারে বলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে সতর্ক করেছেন বিদায়ী মন্ত্রী রাশেদ খান মেমন।

গতকাল বৃহস্পতিবার উত্তরসূরির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী বক্তৃতায় মেনন বলেন, ‘আপনার একটা বক্তব্য টেলিভিশনে খুব জোরেশোরে প্রচার হচ্ছে। এটা ঠিক যে বিমান নিয়ে অনেক সংকট আছে। এটা নিয়ে সবচেয়ে বেশি গালি খাবেন। বিমানের এমডি সাহেবের সামনেই বলছি, আমাদের যত অর্জন সব বিমানেই শেষ হয়ে যায়।’ এ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার সময় বিভিন্ন ঘটনায় সমালোচিত মেনন সমালোচনাকারীদেরও একহাত নিয়েছেন।

তিনি বলেন, “পরশু আমরা একনেকে আলাপ করেছি সিভিল অ্যাভিয়েশন নিয়ে, চলে আসল বিমান। দুই পক্ষ থেকে বেশ কথাবার্তা বলল, আমি চুপ করে শুনলাম। তোফায়েল সাহেব (বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ) এত বেশি সমালোচনা করলেন যে, উনি (প্রধানমন্ত্রী) বললেন, ‘আপনি দায়িত্ব নেন’; তখন তিনি (তোফায়েল) মাফ চেয়ে বলেছেন, ‘আমি দায়িত্ব নেব না’।” মেননের চার বছরে দেশের প্রধান বিমানবন্দর শাহজালালের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে একাধিক ঘটনায়। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে যুক্তরাজ্য ২০১৬ সালের মার্চে ঢাকা থেকে আকাশপথে কার্গো বহনে নিষেধাজ্ঞা দিয়েছে, যা এখনো ওঠেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইসসের মুনাফা এ বছর কমে আসার পেছনে ওই নিষেধাজ্ঞাও ভূমিকা রেখেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist