reporterঅনলাইন ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর, ২০২২

শহরালির কড়চা

কোন বাতিকে ধরছে কাকে

যায় না বোঝা ফস করে

চাপলে বাতিক অনেক লোকই

জেনে-বুঝেই ‘লস’ করে।

জমি-জিরাত অর্থ-কড়ি

বাতিকওয়ালা শেষ করে

আবেগ নিয়ে সামনে ছুটে

সমস্যাও ‘ফেস’ করে।

হাওয়া দিয়ে বাড়িয়ে বাতিক

কেউ দেখি বেশ ‘ফান’ করে

ফাঁপায়-ফুলায় আচ্ছা রকম

পঞ্চমুখে গান করে।

সেই তালেতে যেই পড়ে তার

বাতিকে খুব ভর করে

লাজ-শরমের খায় মাথা সে

ঝাঁপে কী তার ডর করে?

করতে পূরণ নিজের বাতিক

খরচাপাতি খুব করে

পকেট খালি বানিয়ে তবেই

হুঁশ ফিরে পায়, চুপ করে।

* শচীন্দ্র নাথ গাইন

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close