সিলেট প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৭

ফেঞ্চুগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকান্ড

সিলেটের ফেঞ্চুগঞ্জে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি উপকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক এবিএম ফেরদৌস জানান, সোমবার বেলা ১১টার দিকে পালবাড়ি এলাকার ২৩০ কেভি সাব-স্টেশনে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। কী কারণে ওই উপকেন্দ্রে আগুন লেগেছে, তা নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মীরা। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, ওই সাব-স্টেশন থেকে হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ করা হতো। আগুনে একটি ট্রান্সফরমার পুড়ে গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist