উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

  ০৯ আগস্ট, ২০১৭

উল্লাপাড়া মহাসড়কে দাপিয়ে চলছে অবৈধ যানবাহন

সিরাজগঞ্জের উল্লাপাড়া মহাসড়কে চলাচল নিষিদ্ধ অবৈধ যানবাহনগুলোর চলাচল আর বন্ধ হয়নি। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করছে নসিমন, করিমন, ভটভটি, সিএনজি, অটোভ্যান। নগরবাড়ী-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া অংশে এসব বাহন সবচেয়ে বেশী চলছে।

সরেজমিন দেখা যায়, গ্যাসলাইন পশু হাট, বোয়ালিয়া ও তালগাছি পশু হাট, বড়হর পশু হাটে সবচেয়ে বেশী সংখ্যক পশুবাহী নসিমন, করিমন, ভটভটি মহাসড়কে দাপিয়ে চলাচল করে। এছাড়া উল্লাপাড়া বাইপাস মহাসড়কের শ্রীকোলা থেকে বালসাবাড়ী বাজার প্রায় ছয় কিলোমিটার পথে অটোরিক্সা ভ্যানগুলো বাধাহীন ভাবে চলাচল করছে। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ মহাসড়কের উল্লাপাড়া অংশে মাঝে মধ্যে চেকপোষ্ট বসালেও এক দু’টি অবৈধ বাহন আটকের খবর জানাজানি হতেই তখন চলাচল বন্ধ থাকে। আর চেকপোষ্ট উঠে যেতেই বাহনগুলো ফের অবাধে চলাচল করে। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদির জিলানি বলেন মহাসড়কের ধারে বোয়ালিয়া ও তালগাছি বড় দু’টি এবং পৌর এলাকার মধ্যেই গ্যাসলাইন পশু হাট লাগে। এ হাট তিনটিতে মহাসড়ক হয়েই বেশী সংখ্যক পশু নসিমন, করিমন ও ভুটভুডিতে আনা নেওয়া করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist