পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছা
পাকা রাস্তা ভেঙে এলাকা প্লাবিত, ঘের-জমির ক্ষতি
খুলনার পাইকগাছার লতার ইউনিয়নের নড়া নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় রেখামারি গ্রামের ওয়াপদা পাকা রাস্তা ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতি হয়েছে লাখ লাখ টাকার মাছ ও ফসলি জমির। নষ্ট হয়েছে প্রায় আড়াইশ বিঘা জমির আমন ফসল। স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কার করার চেষ্টা চলছে।
স্থানীয় ইব্রাহিম গাজী জানান, নদীতে অতিরিক্ত পানি বৃদ্ধি ও অতি বর্ষণের ফলে নড়া নদীর তীরবর্তী রেখামারি দুর্বল ওয়াপদার পাকা রাস্তাটি ভেঙে যায়। রাস্তাটির ভাঙন স্থানে দীর্ঘদিন একটা বড় গর্ত ছিল।
গত শনিবার মধ্য রাতের দিকে সেখানে ভাঙন দেখা দেয়। নদীতে জোয়ারের পানি বৃদ্ধি ও অতি বর্ষণে উপজেলার ২০ নম্বর পোল্ডারের লতা ইউনিয়নের হানি-মুনকিয়ার রেখামারি গ্রামের পাকা রাস্তার প্রায় ২০-৩০ হাত এলাকা ভেঙে যায়। এতে ভেসে গেছে অসংখ্য চিংড়ি ঘের ও ফসলের জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ থেকে ৫টি বসতবাড়ি। আতঙ্কিত হয়ে পড়েছেন ১১ গ্রামের লোকজন।
সকালে নদীতে ভাটা হলে পানি কমতে শুরু করে। পরে গ্রামবাসীরা স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতের কাজ শুরু করেন।
পাইকগাছা ওয়াপদার অফিসের উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার জনান, লতা ইউনিয়নের রেখামারী এলাকার ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেছি। এলাকাবাসী স্বেচ্ছা শ্রমে বাঁধ মেরামত কাজ সম্পন্ন করেছে। আমরা বাঁশ, জিও ব্যাগ সরবরাহ করেছি।
এ বিষয়ে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহেরা নাজনীন জানান, ভাঙনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ওয়াপদার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সরেজমিনে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছি। তাছাড়া উপজেলার অন্য জায়গায় ভাঙনের সম্ভাব্য স্থানে আগে থেকেই ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। যেহেতু জেলা প্রশাসকের কার্যালয়ে আজ সভা ছিল। সেজন্য জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে।
"