মানিকগঞ্জ প্রতিনিধি
কুপিয়ে জখম ছাত্রদলের পাঁচ নেতার শাস্তি দাবি
মানিকগঞ্জে বালু ব্যবসাকে কেন্দ্র করে ব্যবসায়ীসহ কয়েকজনকে কুপিয়ে জখমকারী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আনোয়ার হোসেন আনুসহ তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন পালিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ভাড়ারিয়া বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে এলাকার চিহৃত চাঁদাবাজ ও সন্ত্রাসী আনোয়ার হোসেন আনু, রনি মিয়া ও সুমন মিয়াসহ হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে।
এ সময় বক্তব্য দেন ভুক্তোভোগী ব্যবসায়ী ইউসুফ আলী, সোহাগ মিয়া, ইদ্রিস আলী ও মনির হোসেনসহ স্থানীয় বাসিন্দারা।
জানা গেছে, বালু ব্যবসাকে কেন্দ্র করে গত বুধবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া বাজারে বালু ব্যবসায়ী ইব্রাহিম আহমদে (২৫), জয়নাল আবেদিন (৩০), সালমান হোসেন, ইউসুফ আলী ও সায়মন হোসেনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় হরিরামপুরের বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু ও স্থানীয় ছাত্রদলের সাবেক নেতা নজরুল ইসলাম, রনি মিয়া, তুহিন মিয়া ও সুমন মিয়াসহ কয়েকজন।
"