রংপুর ব্যুরো
১১ ডিসেম্বর, ২০২৪
রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যেগে মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা
রিপোর্টার্স ক্লাব রংপুরের সাবেক সভাপতি শেখ কল্লোল আহমেদ এর দশম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) রাত ৮ টায় রংপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে এই স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ চৌধুরী সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান চুন্নু, সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ সোহেল, ক্লাবের প্রচার সম্পাদক ফাহাদ হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক লাবনী ইয়াসমিন নুনি,কার্যনির্বাহী সদস্য মেজবাহুল হিমেল, সদস্য আব্দুর রহমান রাসেল প্রমুখ।এ সময় বক্তারা বলেন, সাংবাদিক শেখ কল্লোল আহমেদ ছিলেন সৎ এবং সাহসী সাংবাদিকতার বাতিঘর। তার আদর্শ ও দীক্ষা নতুন প্রজন্মের সাংবাদিকদের পাথেয়।
স্মরণসভা শেষে প্রয়াত সাংবাদিক শেখ কল্লোল আহমেদ এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা করেন কামারপাড়া কুতুবিয়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আহমাদুল্লাহ মুন্না।
উল্লেখ্য ২০১৪ সালের ১১ ডিসেম্বর সাংবাদিক শেখ কল্লোল আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি সর্বশেষ দৈনিক দাবানল পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন