সংক্ষিপ্ত সংবাদ
আ.লীগের মিছিল
চট্টগ্রাম ব্যুরো
শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর চট্টগ্রামে মিছিল করেছে আওয়ামী লীগ। গত শুক্রবার রাত পৌনে ১টায় জামালখান এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ৩০ নেতাকর্মী হঠাৎ মিছিল করেন। ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দিয়ে তারা চলে যান। মিছিলের প্রতিবাদে জামালখানে বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ। মিছিলের পর একজনকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের।
আসামি গ্রেপ্তার
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল মালিকের বাসা ডাকাতি মামলার প্রধান আসামি জুয়েল মৃধাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গত শনিবার সাতক্ষীরার তারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জুয়েল বরিশাল বিভাগের ডাকাত বাহিনীর প্রধান এবং বিভাগের বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে মোট ২০টি ডাকাতি মামলা রয়েছে বলে নিশ্চিত করেছেন মহিপুর থানার ওসি (তদন্ত) নোমান হোসেন। গ্রেপ্তার জুয়েল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
সপ্তম মৃত্যুবার্ষিকী
মোংলা প্রতিনিধি
মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে কবি ও সাহিত্যিক ফাদার রেভা. মারিনো রিগনের সপ্তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সকালে শেহলাবুনিয়ার ক্যাথলিক গির্জার সামনে রিগনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেন্ট পলস উচ্চবিদ্যালয়, ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। পরে সমাধি চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন ফাদার ফিলিপ মন্ডল।
প্রতিষ্ঠাবার্ষিকী
কাউনিয়া প্রতিনিধি
মায়া বাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (মাকু) এর প্রধান কার্যালয়ে গত শনিবার রাতে ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আলিমুল রেজ্জা খান। আলোচনা সভায় বক্তব্য দেন মাকুর সেক্রেটারি মজিবুর রহমান, ভাইস চেয়ারম্যান সুলতান আহম্মেদ। সভায় উপস্থিত ছিলেন স্বপ্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আসাফ-উদণ্ডদৌলা শাহীন, মাকুর উপদেষ্টা সাইফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অফিস সহকারী মাহাফুজার রহমান সম্রাট।
প্রশাসনের সহায়তা
দশমিনা প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় গত শনিবার বজ্রপাতে নিহত হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ও সদর ইউনিয়নের বাবুল হাওলাদরের বড় ছেলে আবুবকর (১১)। গত শনিবার আসরের পর বাড়ির সামনে বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। ওই রাতে ইউএনও নাফিসা নাজ নীরা আবুবকরের দাফন-কাফনের জন্য জেলা প্রশাসক পটুয়াখালীর পক্ষ থেকে ২৫ হাজার টাকা তার বাবার হাতে তুলে দেন।
চিকিৎসা শিবির
আমতলী প্রতিনিধি
বরগুনার আমতলীতে এ বছরও সোনালিকা ট্রাক্টরের ব্যবহারকারীদের জন্য সার্ভিস ডে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মউপজেলার ঘটখালী বালুর মাঠে গতকাল রবিবার সকালে সার্ভিস ক্যাম্পেইন ও ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কাস্টমার মতবিনিময় সভা এসিআই মটরসের আমতলীর ডিলার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল রিজিওনের সিনিয়র রিজিওনাল সেলস ম্যানেজার অরুণ কান্তি বিশ্বাস। এ সময় এসিআই মটরস লিমিটেডের সিনিয়র টেরিটরি ম্যানেজার মাহফুজুর রহমানের তত্ত্বাবধানে টেরিটরি ম্যানেজার বোরহান উদ্দিন অনুষ্ঠানের সার্বিক কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে এসিআই মটরস লিমিটেডের সব কাস্টমার, পণ্যের মালিক, শ্রমিক, ডিলার ও সর্বসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
"