দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০২৪

দীঘিনালায় প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

ছবি : প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ির দীঘিনালায় দীর্ঘ ১০ বছর কর্মজীবন শেষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার হ্যাপি চাকামা’র বদলিজনিত বিদায় ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এ উপজেলা পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফ উদ্দীন বিপ্লব।

এ সময় বাবুছড়া আদর্শ সরকারী প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকেশ দেওয়ানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে দীঘিনালা উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও বিদায়ী অতিথি হ্যাপি চাকমা, কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, বড় মেরুং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গণেশ চন্দ্র নাথ, নাড়াইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জুনেল চাকমা, দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামনা ত্রিপুরা বক্তব্যদেন।

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ এ উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ০৮ জন শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close