মাসুম বিল্লাহ, শালিখা (মাগুরা)

  ১৩ ডিসেম্বর, ২০২৪

শালিখায় শীতে জবুথবু নিম্ন আয়ের মানুষ

ছবি : প্রতিদিনের সংবাদ

মাগুরার শালিখায় জেঁকে বসেছে শীত। সাথে হীমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েছে দিনমজুরসহ নিম্ন আয়ের মানুষেরা। তাপমাত্রা উঠানামা করছে ১২-১৬ ডিগ্রির মাঝে। গত কয়েকদিন ধরে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও আজ বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল রাতের মতই। দুপুরে এক পলক সূর্যের দেখা মিললেও পরে আর দেখা মেলেনি। ফলে একদিকে শৈত্যপ্রবাহ অপরদিকে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়ছে এখানকার মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে সরব হতে পারছে না তারা। সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে রাস্তাঘাট, লোকালয়। এদিকে রাতে বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। হাড় কাঁপানো ঠান্ডায় দুর্ভোগ পোহাচ্ছে বয়স্ক ও শিশুরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, হাতে ও পায়ে মোজা লাগিয়ে কাজে নামছেন শ্রমজীবী মানুষেরা। তবে শীতের তীব্রতা বেশি থাকায় কৃষি কাজে চলছে ধীরগতি। একবেলা কাজ করে আরেকবেলা চায়ের দোকানের আড্ডাতেই সময় কাটাচ্ছেন চাষীরা।

তালখড়ি ইউনিয়নের ছান্দড়া গ্রামের চাষী ফিরোজ হোসেন বলেন, আজকে শীত একটু বেশি থাকায় মাঠে যেতে পারছি না। সকালে একটু গেছিলাম একঘন্টা মতো কাজ করে আবার চলে এসেছি।

উপজেলা সদরের মাইক্রো ড্রাইভার মেহেদী হাসান বলেন, ঘনকুয়াশার কারণে রাতে গাড়ি চালানো যাচ্ছে না। এমনকি দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাচ্ছি।

আড়পাড়া ইউনিয়নের পুকুরিয়া গ্রামের ভ্যানচালক আকরাম আলী বলেন, কনকনে শীতে ভ্যানের হাতলে হাত রাখা যায় না। হাত-পা নিস্তেজ হয়ে যায়। তাই হাতে-পায়ে মোজা লাগিয়ে কিস্তির টাকা জোগাতে খুব কষ্টে এক বেলা ভ্যান চালাচ্ছি।

অপরদিকে, হিমেল বাতাস আর কনকনে শীতের আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন ধরনের রোগব্যাধি। শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং লোকালয়ের চিকিৎসা কেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

কমছে বাতাসের আর্দ্রতা বিপরীতে বাড়ছে হিমেল হাওয়া। শীতের তীব্রতা নিবারণে বেসরকারি সংস্থার পক্ষ থেকে যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। ফলে এ অঞ্চলের ছিন্নমূল মানুষকে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা যাচ্ছে।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close