সংক্ষিপ্ত সংবাদ
প্রতিষ্ঠাবার্ষিকী
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম। গতকাল বৃহস্পতিবার সকালে মহানগরীর শহীদ স্মৃতি হাই স্কুল মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক আতাউর রহমান। প্রধান বক্তা ছিলেন কৃষক দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান।
আলোচনা সভা
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীতে জীবন মান উন্নয়নে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমূহে যৌনকর্মীদের অন্তর্ভুক্তিকরণ শীর্ষক এক আলোচনা সভা হয়। গত বুধবার দুপুরে শেরেবাংলা টাউন হলে শক্তিনারী সংগঠনের সহযোগিতায় সেক্স ওয়ার্কাস নেটওয়াকার্স এর আয়োজনে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারেক হাওলাদার। আলোচনা সভায় সেক্স ওয়ার্কাস নেটওয়ার্কের সভাপতি আলেয়া আক্তার লিলির সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আহমেদ সাজেদুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজল বরন দাস, নিজাম উদ্দিন আহমেদ প্রমুখ।
জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফসলি জমির ওপরিভাগের মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। গত বুধবার উপজেলা রৌহা উত্তরপাড়া ফসলী জমির টপসয়েলের মাটি উত্তোলনের দায়ে রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা খাতুনের ভ্রাম্যমান আদালত এই জরিমানা আদায় করেছেন। অভিযুক্ত ব্যক্তি রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের ঝাপড়া কালিচরণ গ্রামের সাহাদত হোসেন (৪০)। বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনের ২০১০ এর ৪ ধারা মতে ওই অর্থদন্ড আদায় করা হয়েছে।
গ্রেপ্তার
জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ওসি মইনুল ইসলাম। গ্রেপ্তার ব্যক্তি হলেন, নয়ন প্রামানিক ও সুমন মন্ডল। ওসি মইনুল ইসলাম জানান, শীত মৌসুমে আলুর সেচের সময় বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে।
সৌদির উপহার
ধামইরহাট প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে সৌদি সরকার হতে প্রাপ্ত কুরবানির দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাদরাসা ও এতিমখানায় এসব মাংস বিতরণ করে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন হতে বিভাজনকৃত ২০ কার্টুন দুম্বার মাংস ৮টি ইউনিয়নের ৪১টি মাদরাসা ও এতিমখানার মাঝে বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মনছুর আলী প্রমুখ।
মতবিনিময় সভা
ডিমলা প্রতিনিধি
নীলফামারী ডিমলায় ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহীদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয় গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের হলরুমে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত এই সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে মতবিনিময় শুরু হয়। উপজেলার ছাত্র প্রতিনিধি জাফর হোসেন জাকিরের সঞ্চালনায় বক্তব দেন জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ প্রমুখ।
"