সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি : প্রতিদিনের সংবাদ

প্রবাসীর অধিকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার, দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সন্মান দুই-ই মেলে- এই প্রতিপাদ্য নিয়ে, সিরাজগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি), সিরাজগঞ্জের আয়োজনে বৃহস্পতিবার সিরাজগঞ্জ আইএমটি সম্মেলন কক্ষে উক্ত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, এবং মূলবিষয়বস্তু তুলে ধরেন, আইএমটি সিরাজগঞ্জের অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রকৌশলী অধ্যক্ষ মোঃ ফজলুল হক, আইএমটি সিরাজগঞ্জের সিনিয়র ইন্সট্রাক্টর প্রকৌশলী মুহাম্মদ নাজমুল হক খান, কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা সুমী ঘোষ, প্রকৌশলী শামীম হোসেন, ইন্সট্রাক্টর (গণিত) পিডিও ইনচার্জ জাহাঙ্গীর আলম, ইন্সট্রাক্টর রেজাউল হক, মাহবুবুর রহমান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিআিরডিবি সিরাজগঞ্জ সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক সিরাজগঞ্জ শাখার মোঃ আখলাকুর রহমান প্রমুখ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close