আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০২৪

জয়পুরহাটের আক্কেলপুর

ট্রাক্টর থেকে পড়া মাটিতে সড়ক কর্দমাক্ত, দুর্ঘটনা

শীত মৌসুম এলেই জয়পুরহাটের আক্কেলপুরে বেড়ে যায় মাটি ব্যবসায়ীদের দৌরাত্ম। এই মাটি বহনে ব্যবহার করা হয় সড়কে চলাচলে অনানুমোদিত বাহন ট্রাক্টর। শিশির ভেজা সড়কে ট্রাক্টর থেকে

পড়া মাটি মিশে কর্দমাক্ত হয়ে সড়কে ঘটে নানা দুর্ঘটনা।

এদিকে গত বুধবারও উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কড়ইতলী এলাকায় কাদাময় সড়কে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে, এতে আহতও হয়েছেন কয়েকজন। সড়কে এই ভোগান্তি সৃষ্টির জন্য এক মাটি ব্যবসায়ীকে গুনতে হয়েছে জরিমানা। স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার কড়ইতলী এলাকায় একই স্থানে ২০টিরও বেশি দুর্ঘটনার ঘটেছে। আহতও হয়েছেন অনেকে।

বুধবার কড়ইতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা। এ সময় তিনি বুলবুল আহম্মেদ নামের এক মাটি ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানার পাশাপশি তার কাজ বন্ধ করে দেন। এছাড়া কড়ইতলী এলাকায় আক্কেলপুর-দুপচাঁচিয়া আঞ্চলিক সড়কটি পরিষ্কার করে দেওয়ার নির্দেশ দেন তিনি।

সরেজমিনে দেখা যায়, কড়ইতলী এলাকায় প্রায় দেড় কিলোমিটার আঞ্চলিক সড়ক মাটিবাহী ট্রাক্টর থেকে পড়া মাটিতে কাদা হয়ে রয়েছে। ধীর গতিতে চলাচল করছে সব যানবাহন। কয়েকজন শ্রমিক সেখানে সড়ক পরিস্কার করছিল।

অভিযুক্ত মাটি ব্যবসায়ী বুলবুল আহম্মেদ বলেন, ‘ট্রাক্টরের চাকার সঙ্গে লেগে থাকা মাটি সড়কে পড়ে পিচ্ছিল হয়েছে। আমরা সেগুলো অপসারণ

করেছি।’

মাটরসাইকেল আরোহী ইলিয়াস প্রামানিক বলেন, ‘রাস্তায় মাটি পড়ে ব্যাপক কাদার সৃষ্টি হয়ে সড়ক বেশ ঝুঁকি পূর্ণ হয়েছে। আমি একটি ট্রাককে সাইড দিতে গিয়ে পিছলে পড়ে গুরুতর আহত হয়েছি।’

আক্কেলপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মোমিন জানান, বুধবার সকালে দুপচাঁচিয়া থেকে আক্কেলপুর যাওয়ার পথে কড়ইতলী এলাকায় পৌঁছলে সড়কে মাটি পড়ে ঘনকুয়াশায় সড়ক মারাত্মকভাবে পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যাই। এতে আমিসহ আমার এক শিক্ষক গুরুতর আহত হয়েছি।

আব্দুর রহমান নামের এক পথচারী বলেন, প্রতি বছরই সড়কে একই ধরণের ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা এড়াতে সকলেই সচেতন হওয়া উচিৎ।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘কর্দমাক্ত হওয়ায় আঞ্চলিক সড়কে বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটিগুলো অপসারণে লোক লাগানো হয়েছে। এ কারণে প্রশাসন এক মাটি ব্যবসায়ীর জরিমানা করেছে।’

সহকারী কমিশনার (ভূমি) মুনিরা সুলতানা বলেন, সড়কে মাটি ফেলে কর্দমাক্ত করে ভোগান্তির সৃষ্টি করায় ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাটি ব্যবসায়ীর জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে ওই সড়ক পরিষ্কার করার পাশাপাশি মাটি কাটার কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ভোগান্তির সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close