মানিকগঞ্জ প্রতিনিধি
সাবেক ছাত্রদল নেতা হত্যা
প্রধান আসামি ঘিওর বিএনপির সহসভাপতি গ্রেপ্তার ৪
মানিকগঞ্জের ঘিওরে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু আহমেদকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় এক বিএনপি নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা ও জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা।
এর আগে বুধবার দুপুরে লাভলুর ভাই টিপু সুলতান বাদি হয়ে উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামি করে ঘিওর থানায় মামলা করেন। এছাড়া মামলায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের ২০ জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার সদর ইউনিয়নের তামিম (২২), সোহাগ শেখ (২১), ফুলচাঁন (২৩) ও রনি মিয়া (২২)।
হত্যার শিকার লাভলু মিয়া ঘিওরের কুস্তা এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি ২০০৩ সালে ঘিওর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তাকে হত্যার প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গত মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে এলাকাবাসী। এছাড়া লাভলুর মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বিএনপির একটি কিার্যালয়সহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন।
মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব জানান, মামলার পর অভিযান চালিয়ে ঘিওর থানা পুলিশ তিনজন ও গোয়েন্দা পুলিশ এক জনকে গ্রেপ্তার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হবে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা বলছে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানান, পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত সোমবার দুপুরে উপজেলা সদর ও কুস্তা এলাকার বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সাবেক ছাত্রদল নেতা লাভলু আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতের দেখতে যায়। এতে ক্ষিপ্ত হয়ে লাভলুকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।
"