কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০২৪

নিয়ম না মেনে ইলিশ শিকারে দুই জেলের কারাদণ্ড

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় পিরোজপুরের কাউখালীতে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল মোল্লা এই কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের বাসিন্দা মিন্টু ডাকুয়া (২৩) ও কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের রাজিব খান (২৪)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে কাউখালী উপজেলার কচা নদীতে ইলিশ শিকার করছেন অসাধু জেলেরা। এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কচা নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। এ সময় নদীতে ইলিশ শিকারের অভিযোগে ওই দুই জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইলিশ শিকারে ব্যবহৃত তিন হাজার মিটার জাল জব্দ করা হয়। পরে রাতে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এবং জব্দ জাল পুড়ে ফেলা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ইলিশ শিকারের ২২ দিনের নিষেধাজ্ঞা বান্তবায়নে উপজেলার কচা, সন্ধ্যা, কালিগঙ্গা নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের চেষ্টা করায় দুই জেলকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের এক মাস করে কারাদণ্ড প্রদান করেন। এ সময় জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়েছে বলেও জানান এই উপজেলা মৎস্য কর্মকর্তা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close