হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি

  ১৭ অক্টোবর, ২০২৪

হরিণাকুণ্ডুতে এসিই টাইগার গ্রাহক সমাবেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নিটল টাটা এসিই টাইগার গ্রাহক সমাবেশ হয়েছে। গতকাল বুধবার বিকালে হরিণাকুণ্ডু ট্রাক মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে নিটল টাটা মটরস।

হরিণাকুণ্ডু ট্রাক মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাক মালিকের অন্যতম সদস্য আশরাফুল আলম টোটন। অনুষ্ঠানের প্রতিপাদ্য ‘টাটা এইস পরিবার: পাশে আছি, পাশে থাকব, সবসময়।’

সমাবেশে বিশেষ অতিথি ছিলেননিটল টাটা মটরসের ঝিনাইদহ সেলস এক্সিকিউটিভ মো. আরিফ হোসেন, প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) সহকারী সম্পাদক এম টুকু মাহমুদ। এছাড়া বক্তব্য দেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন। নিটল টাটা এসিই টাইগার নতুন মডেলের পণ্য গ্রাহকের নিকট পৌঁছাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close