বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি

  ২৯ জানুয়ারি, ২০২৪

দিনাজপুরের বিরামপুর

৪ মাসে সড়কে ঝরল ১০ প্রাণ

দিনাজপুরের বিরামপুরে চার মাসে (গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত) সড়কে ঝরেছে ১০ প্রাণ। বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা

জানান, পৌরশহরের ঢাকামোড়ে ১, বেলডাঙ্গা ফায়ার সার্ভিস মোড়ে ১, মির্জাপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে ১, শিমুলতলী কলেজ বাজার পাম্পের সামনে পুলিশ সদস্যসহ ২, চাঁদপুর পেট্রোল পাম্পের দক্ষিণে ১, উপজেলার দিওড় বটতলায় ১, দুর্গাপুর মোড়ে ১, চন্ডিপুর মোড়ে ১ ও পাঠনচড়া এলাকায় ১জন নিহত হয়েছেন।

এরমধ্যে গত ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে বরযাত্রীবাহী বাস মোটরসাইকেল সংঘর্ষে জহুরুল ইসলাম নামের এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন।

১৫ অক্টোবরে পৌরশহরের মির্জাপুর পল্লীবিদ্যুৎ অফিসের সামনে মাইক্রোবাস ইজিবাইকে ধাক্কা দিলে গ্যাব্রিয়েল মুরমু নামে একজন নিহত হন। ১৬ অক্টোবর দিওড় বটতলী মমতাজ ফিলিং স্টেশনের সামনে কাভার্ডভ্যানের ধাক্কায় মটরসাইকেল আরোহী শাফিন (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হন। ২ নভেম্বর দুর্গাপুর গ্রামের বটতলায় দিনাজপুর টু গোবিন্দঞ্জগামী মহাসড়কের ওপর অজ্ঞাত নামা মাইক্রোবাসের ধাক্কায় র্র্দুগাপুর গ্রামের নয়ন সরেন (২৫) নিহত হন।

১৭ ডিসেম্বর অঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর চক্ষু হাসপাতালের সামনে মটরসাইকেলের ধাক্কায় নাজমা বেগম নামে একজন নিহত হন।

১৯ ডিসেম্বর শিক্ষিকা স্ত্রীকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় স্বামী রিফাজ উদ্দিন মন্ডল নিহত হন।

২০ ডিসেম্ববর চাঁদপুর পেট্রোল পাম্পের দক্ষিণে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুস সালাম (২৮) নিহত হন।

২২ ডিসেম্বর পৌরশহরের ঢাকামোড় যমুনা ব্যাংকের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হন তারেকুজ্জামান চৌধুরী (৩৯)।

২০২৪ সালের ২১ জানুয়ারি ট্রাকচাপায় নিহত হন দিনাজপুর সদরের রবিউল ইসলাম।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, সড়ক-মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ হচ্ছে নছিমন,

ভটভটি ট্রাক্টর ও ইজিবাইকসহ বেপেরোয়া গতিতে অবৈধ যানবাহন চলাচল। এটি বন্ধ করতে হবে। এটা না করতে পারলে দুর্ঘটনা রোধ করা যাবে না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close