reporterঅনলাইন ডেস্ক
  ২৭ জানুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত সংবাদ

আইনজীবী নির্বাচন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি সম্পাদকসহ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী (বিএনপি) প্যানেল। গতকাল শুক্রবার জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ভোটগ্রহন হয়। নির্বাচিতরা হলেন সভাপতি মারুফ আহমদ বিজন, সাধারণ সম্পাদক এ এস এম সাইদুর রাজ্জাক, সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ (শাওন), কোষাধ্যক্ষ রোকেয়া খাতুন, লাইব্রেরি ও সাংস্কৃতিক সম্পাদক নাগিব মাহমুদ জুয়েল, সিনিয়র সদস্য মখলেসুর রহমান খান (স্বপন), সদস্য আ ন ম আল মামুন (অনল) ও তারিক আহমেদ।

একুশে বইমেলা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

একুশে বইমেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্টল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। তিনি তার টাইমলাইনে লিখেছেন, ‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, নজরুল বিশ্ববিদ্যালয় একুশে বইমেলায় প্রথমবারের মতো স্টল দেবে। স্টল নং-৮১০।’ এই ঘোষণায় উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এমপিকে সংবর্ধনা

কালকিনি-ডাসার প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের নবনির্বাচিত প্রথম সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগমকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয় মিনি অডিটোরিয়াম হলরুমে কালকিনি ও ডাসার উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও উত্তম কুমার দাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মশিউর রহমান সবুজ, দলীয় সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিঠু, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক কমান্ডার আবদুল জলিল, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মালেক প্রমুখ।

পুরস্কার বিতরণী

কালিয়া প্রতিনিধি

কালিয়া উপজেলার চাপাইল মুলশ্রী বাগুডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ও বাগুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৯ টায় বিতরণের মধ্য দিয়ে শেষ হয় এ অনুষ্ঠান। অধ্যাপক কাজী নাফিউল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সহকারী মহাব্যাবস্থাপক মো. মিজানুল ইসলাম, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান মল্লিক মাহমুদুল ইসলাম, সদস্য কাজি আমিনুল ইসলাম, প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, প্রবীণ শিক্ষক নারায়ন চন্দ্র, বাবু আরবিন্দু রায়, শাহাদত হোসেন প্রমুখ।

বর্ধিত সভা

ফকিরহাট প্রতিনিধি

আওয়ামী লীগ ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা হয়েছে। গত বৃহষ্পতিবার বিকেলে উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা হয়। মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এতে সভাপতিত্ব করেন মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো: আবু বকর।

খেলা উদ্বোধন

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার আয়োজনে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এর উদ্বোধন হয়। সেরা খেলোয়াড় হিসেবে বিজয়ী দলের শিপনের হাতে পুরস্কার তুলে দেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close