মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২৭ জানুয়ারি, ২০২৪

পলিথিন জমা দিয়ে কম্বল পেল শিশুরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ ক্ষতিকারক পলিথিন জমা দিয়ে সমাজে পিছিয়ে পড়া শীতার্ত শিশুরা পেল কম্বল। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশন’ এর তরুণদের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে উপজেলার বড়মাছুয়া আশ্রায়ণের প্রায় অর্ধশতাধিক শীতার্ত শিশুদের মধ্যে পলিব্যাগের বিনিময়ে এ কম্বল উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল অভি, তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মাছুম বিল্লাহ, নাসরুল, সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ।

আশ্রয়ণের বাসিন্দা বিপ্লব আকন বলেন, ‘পাশাপাশি আমরা পলিথিন ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি।’ স্বপ্নের মুক্তি ফাউন্ডেশ এর পরিচালক আবদুল্লাহ আল অভি জানান, পরিবেশ সুরক্ষায় শিশুদের সচেতন করার লক্ষ্যে পলিব্যাগের বিনিময়ে কম্বল উপহার একটা সামাজিক সচেতনতামূলক প্রচার। সুরক্ষায় সচেতন হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close