বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

বরিশালের বাবুগঞ্জ

আগের স্থানে কলেজ স্থাপনের দাবি

বরিশালের বাবুগঞ্জে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) পূর্ব নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

গত বুধবার বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার বিমান বাহিনীর রাডার ইউনিট এলাকায় এ মানববন্ধন করা হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য বশির সিকদার ও সাবেক ইউপি সদস্য ফিরোজ মোল্লার নেতৃত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ৫ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তারা বাবুগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজটি (প্রস্তাবিত) পূর্ব নির্ধারিত স্থান মাধবপাশা ইউনিয়নের হিজলা গ্রামে স্থাপিত করার দাবি জানান।

ইউপি সদস্য বশির সিকদার বলেন, চেয়ারম্যানের বাড়ির সামনে ভূমি অধিগ্রহণের নামে মোটা অঙ্কের বাণিজ্যের লক্ষ্যে পায়তারা করছেন একটি চক্র। আমরা গ্রামবাসী পূর্ব নির্ধারিত স্থানে প্রতিষ্ঠানটি করার দাবি জানাই।

ইউপি সদস্য ফাতেমা আক্তার লিপি বলেন, আর্থিক লাভবানের আশায় পূর্ব নির্ধারিত স্থান থেকে সরিয়ে অনত্র সরিয়ে নেওয়ার চেষ্টা আমরা সফল হতে দেব না। এ ধরনের কাজে তীব্র প্রতিবাদ জানাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close