খাগড়াছড়ি প্রতিনিধি

  ২৪ জানুয়ারি, ২০২৪

খাগড়াছড়ির পানছড়ি

সড়কের অর্ধশতের বেশি গাছ কাটল দুর্বৃত্তরা

খাগড়াছড়িতে পানছড়ি উপজেলা সড়কে ৫০টির বেশি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। সম্প্রতি হরতাল ও অবরোধ চলাকালে সড়ক প্রতিবন্ধকতা তৈরি করার জন্য এসব গাছ কাটা হয়েছে বলে জানিয়েছে বন ও সড়ক বিভাগ। এসব গাছ কাটার ঘটনায় ক্ষোভ জানিয়েছেন জনপ্রতিনিধি ও বন বিভাগ, সড়ক বিভাগের কর্মকর্তারা।

খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের চেয়ারম্যান সুজন চাকমা বলেন, বিভিন্ন কর্মসূচির নাম দিয়ে সড়কের দুই ধারে গাছ কাটা হয়েছে। এতে সড়কের সৌন্দর্য যেমন নষ্ট হচ্ছে তেমন পরিবেশ ক্ষতি হচ্ছে।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞা বলেন, গাছগুলো মূলত সড়ক বিভাগের। বন বিভাগের কোনো গাছ নেই। সংশ্লিষ্ট কার্যালয় সহযোগিতা চাইলে করব।

এদিকে গাছ কেটে সরকারি সম্পত্তি নষ্ট করায় দুর্বৃত্তদের বিরুদ্ধে গত সপ্তাহে সদর থানায় মৌখিক অভিযোগ করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেল চাকমা।

খাগড়াছড়ি সওজ নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, আমরা তাদের ওইভাবে দেখিনি। আইনশৃঙ্খলা বাহিনী আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের আইনগত উদ্যোগ নেওয়ার কথা বলেছি।

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close