এম এম হেলাল, কালিহাতী (টাঙ্গাইল)

  ১৭ জানুয়ারি, ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী

৫ হাজার ৫০০ হেক্টর জমিতে সরিষা চাষ, বেড়েছে ১১৫ হেক্টর

টাঙ্গাইলের কালিহাতীর বিস্তীর্ণ সরিষা ফুলের হলুদ মাঠজুড়ে। চলতি রবি মৌসুমে উপজেলায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে অর্থাৎ ১১৫ হেক্টর বেশি জমিতে সরিষার চাষ হয়েছে।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নের কৃষকদের পাশপাশি সরিষা চাষে এগিয়ে দুই পৌর এলাকার কৃষকেরাও। ২০২৩-২৪ রবি মৌসুমে দুই পৌরসভার কালিহাতীতে ২৫০ ও এলেঙ্গায় ১৮৫; ইউনিয়নগুলোর নাগবাড়ীতে ৯৭০, পারখীতে ৭৪০, কোকডহড়ায় ৭১০, সহদেবপুরে ৩৪০, বীরবাসিন্দায় ৩১০, বাংড়াতে ৩১০, বল্লায় ২৯০, দুর্গাপুরে ২৭০, দশকিয়ায় ২৭০, গোহালিয়াবাড়ীতে ২৫০, পাইকড়ায় ২৬০, সল্লাতে ২৩০ ও নারান্দিয়ায় ২৩০ মোট ৫ হাজার ৬১৫ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। ফলে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে ১১৫ হেক্টর বেশি জমিতে সরিষা চাষে সফল হয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তাসহ উপসহকারী কৃষি কর্মকর্তারা। দুর্গাপুর ইউনিয়নে ১০৪, কোকডহড়া ইউনিয়নে ৮০ ও দশকিয়া ইউনিয়নে ১৮০টি মোট ৩৬৪টি মৌ বাক্স স্থাপন করেছেন মৌয়ালরা।

উপজেলার আগচারান গ্রামের কৃষক শাহীন খান বলেন, প্রথমদিকে বৃষ্টিতে কিছু সরিষা গাছ মরে যাওয়ায় জায়গায় জায়গায় পাতলা হয়ে গেছে। তবু ভালো ফলনের আশা করছি। পাছচারান গ্রামের কৃষক রিয়াজুল বলেন, এ বছর ২৪০ শতাংশ জমিতে সরিষা চাষ করেছি। কুয়াশা ও বৃষ্টি কম থাকায় ফলনও বেশ ভালো হবে বলে আশা করছি। তেলের দাম বেড়ে যাওয়ায় ও সরিষার চাষ বাড়ায় গত বছরের চেয়েও এবার দাম কম পাওয়ার শঙ্কার কথা জানান তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন জানান, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ও বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী প্লটের জন্য মোট পাঁচ হাজার কৃষকের মাঝে বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার ৫৫০০ হেক্টর জমির থেকে ১১৫ হেক্টর বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। এজন্য উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সবসময় পরামর্শ দিচ্ছেন। আবহাওয়া বেশ অনুকূলে হওয়ায় ফলন ভালো হবে বলেও আশা করছেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close