বেতাগী (বরগুনা) প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২৪

বেতাগীতে বালু তোলায় অর্ধ লাখ টাকা জরিমানা

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারের সময় আবু কালাম নামে ওই এলাকার এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত সোমবার রাত ৯টায় এ অর্থদণ্ড প্রদান করেন বেতাগী উপজেলা কর্মকর্তা (নির্বাহী ম্যাজিস্ট্রেট) ফারুক আহমেদ। তিনি জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এ ধারা অব্যাহত থাকবে।

এ ঘটনায় একাধিকবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রশাসনের পক্ষ থেকে জরিমানা করা হয়েছে। তবু থামছে না অবৈধভাবে বালু উত্তোলন। ফলে হুমকিতে বিষখালী নদি পাড়ের স্থাপনাসহ শহর রক্ষা বাঁধ। তাই বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন বেতাগী উপজেলা প্রশাসন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close