সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৭ জানুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জে চালের দাম বৃদ্ধি, অভিযান

সিরাজগঞ্জে চালের মূল্য অনেকটাই বেড়েছে। এতে বিশেষ করে অসহায় মানুষের মধ্যে দুর্ভোগ বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের প্রতিটি উপজেলাতে চালের বাজার অস্থির হয়ে পড়েছে। অসৎ ব্যবসায়ীরা ধান চাল মজুদ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয় বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান।

চাল ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, অসৎ ব্যবসায়ী, মজুদদার ও চাল মিলারদের কারসাজিতেই চালের বাজার অস্থির হয়ে উঠেছে। খাদ্য মন্ত্রণালয়ের নির্দেশে স্থানীয় প্রশাসন মজুদদারীদের গুদামে অভিযান ও বাজার মনিটরিং শুরু করেছে। এ অভিযান অব্যাহত থাকালে চালের বাজার কমবে। তিনি আরো জানান, গত ১ মাস আগে ৫০ কেজির কাটারি চালের বস্তা ৩ হাজার, ২৯ চাউলের বস্তা ২ হাজার ৪৬০, ২৮ চাউলের বস্তা আড়াই হাজার, স্বর্ণা চাউলের বস্তা ২ হাজার ২০০ টাকায় বিক্রি হলেও এখন তা বৃদ্ধি পেয়ে কাটারি পুরাতন ৩ হাজার ৪০০, নতুন ৩ হাজার ১০০, ২৯ চাউল ২ হাজার ৬২০, ২৮ চাউল ২ হাজার ৭০০ এবং স্বর্ণা ২ হাজার ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বস্তা চাউলের দাম গড়ে ২০০ টাকা বৃদ্ধি পেয়েছে।

অভিযান অব্যাহত থাকালে অনেক অসৎ মজুদদার তাদের চাল বাজারে ছাড়বে। এতে চালের দাম কমবে বলেও জানান মিলাররা।

সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান জানান, মজুদারদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close