কক্সবাজার প্রতিনিধি

  ১৩ মে, ২০২২

চকরিয়ায় সংস্কারের তিন মাসেই রাস্তায় ধস

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী-লালগোলা যাতায়াতের একমাত্র রাস্তা জলদাশপাড়া পয়েন্টটি ধসে গেছে। সংস্কারের তিন মাসেই খালের ভাঙনে রাস্তাটি ধসে যায়। এতে যাতায়াতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। এদিকে রাস্তাটি সংস্কারে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ জানিয়েছে এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, খুটাখালী খালের পাড় দিয়ে রাস্তাটির জলদাশপাড়া সংলগ্ন সড়কের অন্তত ৫০ মিটার ধসে খালে বিলীন হয়ে গেছে। এতে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে হেঁটে যাতায়াত করতে পারলেও সিএনজি, রিকশা-ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হওয়ার পথে। এতে সবারই যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়কটি লবণ-চিংড়ি খ্যাত টকটকিঘোনা, লালগোলা ও রাবারড্যাম যাতায়াতের। যা এখন খালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে রাবারড্যাম সড়কও দীর্ঘ কয়েক মাস ধরে চরম ঝুঁকিতে রয়েছে। রাস্তা দিয়ে যানবাহন তো দূরের কথা হেঁটে চলাও দুরূহ হয়ে পড়েছে। এ ছাড়া খুটাখালীর বিভিন্ন মাদরাসা স্কুলগামী শিক্ষার্থীদের স্বাভাবিক যাতায়াতে মারাত্মক অসুবিধায়

পড়তে হচ্ছে। বিকল্প কোনো সড়ক না থাকায় জরুরি সংস্কার প্রয়োজন। কিন্তু এটি সংস্কারে এলজিইডির কোনো উদ্যোগ নেই বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে উত্তর ফুলছড়ির বাসিন্দা আরিফুল ইসলাম জনি চৌধুরী বলেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিত্য চলাচলের রাস্তাটি খালে বিলীন হওয়ায় সবারই দুর্ভোগ বেড়েছে। রাস্তাটি ভেঙে যাওয়ায় দিনের বেলায় কোনো রকম কিনারা দিয়ে চলাচল সম্ভব হলেও রাতে চলাচল অনুপযোগী ও ঝুঁকির মুখে রয়েছে। একই গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, এ গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, চারটি জামে মসজিদ থাকলেও চলাচলের জন্য একমাত্র রাস্তাটি এখন খালে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। এ বিষয়ে ওয়ার্ড মেম্বার নুরুল আজিম সিদ্দিকী বলেন, লালগোলা ও রবারড্যাম সড়কের খালের পাড়ের রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান বলেন, এ ব্যাপারে দ্রুত ইউএনওকে বলে পদক্ষেপ নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close