নোয়াখালী ও বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২২

পৌরসভা নির্বাচন জয়ী

নোয়াখালীতে সোহেল বাগাতিপাড়ায় শরিফুল

নোয়াখালী পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. সহিদ উল্যাহ খান সোহেল দ্বিতীয় মেয়াদেও মেয়র নির্বাচিত হয়েছেন। গত রবিবার রাত সাড়ে ৮টায় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল আলম বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।

আওয়ামী লীগ প্রার্থী সহিদ উল্যাহ খান সোহেল ২৬ হাজার ৪০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কম্পিউটার প্রতীকের শহিদুল ইসলাম কিরণ (স্বতন্ত্র) ৮ হাজার ৬২৮ ভোট এবং মোবাইল প্রতীকের প্রার্থী লুৎফুর হায়দার লেলিন ২ হাজার ২৪৪ ভোট পেয়েছেন। মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ‘অবাধ, সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। নির্বাচনে কোনো অনিয়মের ঘটনা ঘটেনি।’

এদিকে নাটোরের বাগাতিপাড়া প্রতিনিধি জানান, বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম লেলিন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ২ হাজার ২৮৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মুর সুলতান পেয়েছেন ২ হাজার ১৮৮ ভোট। রবিবার সন্ধ্যায় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পাওয়া বিভাগীয় অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আহমদ আলী এ ফল ঘোষণা করেন। নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উল্লেখ্য, আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close