সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১৩ জানুয়ারি, ২০২২

লাল আলুতে স্বপ্ন দেখছে কৃষক

সিরাজগঞ্জে ৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে চাষ

সিরাজগঞ্জে আমন ধান কাটার পর লাল আলু চাষে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছে কৃষক। এরিমধ্যে রায়গঞ্জ, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়নে আগাম জাতের দেশী লাল আলু বাজারে উঠতে শুরু করেছে। আধুনিক পদ্ধতিতে উন্নত বীজ ও নতুন চাষ পদ্ধতি কৃষি কাজের পদ্ধতি বদলে দিয়েছে। অন্যদিকে কৃষি কর্মকর্তাদের পরামর্শে সুফল পাচ্ছে কৃষকরা। চলতি মৌসুমে দেশিও লাল আলু ভালো ফলন আশা করছেন কৃষক।

কৃষকরা জানায়, বর্তমানে আলুর বাজার অনেকটাই কমে গেছে। এ মাসের বাজার দর ঠিক থাকলে লাভ না হলেও লোকসান হবে না। মিরেরদেউল মোড়া গ্রামের কৃষক আব্দুল হাই জানান, নিজেদের চাহিদা মিটিয়ে দেশীয় লাল জাতের আলু উপজেলার বিভিন্ন স্থানীয় হাট বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করে থাকেন। দেশি ও লাল জাতের আলুর চাহিদা অনেক বেশি। আলুর পাশাপাশি বছরের প্রায় ৩-৪ ধরনের ফসলের চাষাবাদ করা হয়। গতবছরের মতো এ বছরও অন্যান্য ফসলের পাশাপাশি লাল আলু চাষ করছে। তাড়াশের কৃষক হাফেজ আলী জানায়, এ বছর আমন ধানের বাজার কম হওযায় লোকসান গুনতে হয়েছে। তবে লাল আলুর দাম ভালো হওয়ায় কৃষকরা আলু চাষে ঝুকেছে। সরজমিনে দেখা যায়, কৃষকের পাশিপাশি কৃষানীরাও মাঠে নেমে পড়েছে আলু চাষে। সংসারের কাজ শেষ করে জমিতে শ্রম দিচ্ছে বাড়তি টাকা আয়ের জন্য। চলনবিল অধ্যুষিত মোহনপুর ইউনিয়ন, পাঙ্গাসী ইউনিয়ন বিভিন্ন ইউনিয়ন সহ ইউনিয়নে আলু চাষ করছে কষকরা।

উল্লাপাড়া কৃষি কর্মকতা সুর্বনা ইয়াসমিন সুমি জানান, এ বছর জমিতে বিভিন্ন জাতের লাল আলু চাষ করা হচ্ছে। বাজার অনুকূলে থাকলে লাল আলু চাষে এ অঞ্চলের কৃষক লাভবান হবে।

রায়গঞ্জ কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, এ অঞ্চলের মাটি বেশ উঁচু ও উর্বর, তাই আলু চাষের উপযোগী। অন্যান্য আলু চাষের চেয়ে এ আলু উৎপাদনে সময় কিছুটা কম লাগে। এ বছর প্রায় ১০ হেক্টর জমিতে লাল আলু চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আবু হানিফ জানান, এ জেলায় ৪ হাজার ২৪৫ হেক্টর জমিতে লাল গোল আলুর চাষ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হয়েছে উল্লাপাড়া, কাজিপুর, সিরাজগঞ্জ সদর ও চৌহালী উপজেলায়। কৃষকদের লাল আলু বেশি পছন্দ লক্ষণীয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close