গাইবান্ধা প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০২১

‘গাইবান্ধায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ’

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আখতার বলেছেন, একটি এলাকার অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়ন একে অন্যের ওপর নির্ভরশীল। তিনি বলেছেন, সড়ক ও মহাসড়কগুলো নির্মাণে প্রচুর অর্থ ব্যয় করা হয়ে থাকে। সড়ক ও মহাসড়কগুলো যদি অর্থনৈতিক সমৃদ্ধির সুযোগ সৃষ্টি করতে না পারে তাহলে সড়ক ও মহাসড়কের জন্য বিশাল বিনিয়োগ মূল্যহীন হয়ে পড়ে। গাইবান্ধার উন্নয়নের জন্য অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর্থিক উন্নয়নের সম্ভাবনাকে কেন্দ্র করেই এই এলাকায় বিভিন্নমুখী উন্নয়নের সুযোগ তৈরি হবে। এ বিষয়ে এলাকাভিত্তিক শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, সামাজিক উন্নয়ন কর্মকান্ডে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এবং একযোগে কাজ করতে হবে। গতকাল শনিবার গাইবান্ধায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ আখতার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close