হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ১৯ এপ্রিল, ২০২০

হিলিতে বেড়েছে আদা রসুন পেঁয়াজ ও শুকনো মরিচের দাম

করোনাভাইরাসের অজুহাতে দিনাজপুরের হিলিতে বেড়েছে আদা, রসুন, পেঁয়াজ ও শুকনো মরিচের দাম। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারের খুচরা বিক্রেতা মিঠু মিয়া জানান, প্রকারভেদে পাইকারি বাজারে আদার দাম ছিল প্রতি কেজি ১৪০ টাকা, এক সপ্তাহের ব্যবধানে বেড়ে এখন ২০০ টাকা। রসুন প্রতি কেজি ৬০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ১০০ টাকায়। পেঁয়াজের দাম প্রতি কেজি ৪০ টাকা থেকে বেড়ে এখন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এছাড়াও শুকনো মরিচ ২০০ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫০ টাকা। আল-আমিন নামের একজন ক্রেতা জানান, হিসাব করে বাজারে যে পরিমাণ টাকা এনেছি তালিকা মোতাবেক বাজার খরচ পূরণ করা সম্ভব হচ্ছে না। হিলি স্থলবন্দরের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান জানান, করোনাভাইরাসের কারণে বিভিন্ন জেলায় লকডাউন ঘোষণা করার পর এ অবস্থার সৃষ্টি হয়েছে। যেসব এলাকা থেকে এসব পণ্য আমদানি করা হতো সেসব এলাকার কৃষকরা পণ্য বাজারজাত করতে পারছেন না। আর এ কারণেই আদা, রসুন, পেঁয়াজ ও শুকনো মরিচের দাম কিছুটা বেড়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close