গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি, ২০২০

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ

ঘন কুয়াশায় ৭ ঘণ্টা ফেরি বন্ধ

কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৭ ঘণ্টা ফেরি বন্ধ ছিল। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত এবং গতকাল বুধবার ভোর সাড়ে ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ফেরি ঘাট শাখা জানায়, প্রায় ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পাড়ের অপেক্ষায় আটকা পড়ে কয়েকশত যানবাহন। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার যানবাহনের জট।

দৌলতদিয়ার সহকারী ঘাট ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানায়, ফেরি স্বাভাবিকভাবে চলাচল করলে নদী পাড়ের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে। বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close