কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ২০ জানুয়ারি, ২০২০

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে ওয়ার্কশপ ভস্ম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ার্কশপ ভস্মীভূত হয়েছে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ওয়ার্কশপ মালিক জানিয়েছেন। গতকাল রোববার উপজেলার চৌধুরী হাটে মেসার্স নুর-আমিন ওয়ার্কশপে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ওয়ার্কশপ মালিক নুর-আমিন তালুকদার ও ফায়ার সার্ভিস জানিয়েছেন, দোকানের এক কর্মচারী ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করছিলো। এ সময় অন্য কর্মচারী ড্রাম থেকে পেট্রোল বোতল জাত করায় ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের ফুলকি এসে পেট্রোলের ড্রামে পড়লে আগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওয়ার্কশপ মালিক আরও জানান, আগুনে দোকানের প্রায় ৫০ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। অপর দিকে ঘরমালিক সুমন শেখ জানিয়েছেন, আমার ঘরটি নির্মাণ করতে প্রায় ৭০ লাখ টাকা খরচ হয়েছিল। ফায়ার স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। ক্ষতির পরিমাণ নির্নয়ে কাজ চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close