পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর, ২০১৯

পীরগঞ্জে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৌরচুনা, জাবরহাট এলাকায় শুরু হয়েছে শীতকালিন খেজুর গাছ প্রস্তুতের কাজ। শীতের শুরুতে কুয়াশার চাদরে ঢাকা কনকনে ঠান্ডায় খেজুরের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। হেমন্তের ফসল ঘরে তোলার পরপরই প্রকৃতির মাঝে একধরনের শূন্যতা বিরাজ করে, আর সেই শূন্যতার মাঝে শীতঋতুর আগমন ঘটে। শীতে খেজুর রসের সঙ্গে শখ্যতা থাকে অনেকেরই। তাই ঐতিহ্যের এই ধারাবাহিকতায় গাছিদের কাছে এ যেন ঐতিহ্যের খেলা। গাছিদের সঙ্গে কথা বলে জানা যায়, খেজুর রসের প্রকারভেদ- জিড়েন রস, সাঁঝ বা সন্ধ্যা রস, বাসি রস বা ভোর বেলার রস এবং উলারস। একটি খেজুর গাছ থেকে রস পেতে হলে প্রায় চলিশ দিন বিভিন্নভাবে পরিচর্যা করতে হয় বলে জানান গাছিরা।

প্রতিদিন বিকেলে খেজুর গাছের সাদা অংশ পরিষ্কার করে ছোট-বড় মাটির কলস বেঁধে রাখা হয় খেজুর গাছে। পরদিন সকালে ওইসব কলসে গড়িয়ে গড়িয়ে পড়া রস সংগ্রহ করে বিক্রি করা হয়। গাছীরা জানান, বছরের পাঁচ মাস রস সংগ্রহ করা যায়। এ রস থেকে বিভিন্ন রকমের পাটালি ও লালি গুড় তৈরি করে জীবিকা নির্বাহ করেন তারা। এছাড়াও শীতের পিঠা ও পায়েসের জন্য খেজুর রসের ও গুড়ের বাড়তি চাহিদাও রয়েছে বেশ। এ ব্যাপারে উপজেলার বৌরচুনা এলাকার গুড় ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, আমার ১৫০টি খেজুর গাছ আছে। এই গাাছের রস দিয়ে বর্তমানে প্রতিদিন ৪৫ হতে ৫০ কেজি খেজুর গুড় তৈরি করে বিক্রি করি। খেজুর গুড়ের অতিরিক্ত চাহিদা থাকায় বাড়ি থেকেই গুড় বিক্রি শেষ হয়ে যায়। আমাদের এলাকায় আরো বেশ কিছু খেজুর গাছ রয়েছে। গাছীরা প্রতিবছর এগুলো থেকে খেজুর রস সংগ্রহ করে জীবিকা নির্বাহ থাকেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close