হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৩ নভেম্বর, ২০১৯

হালদা থেকে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ

চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার রাতে নদীর মেখল ইউনিয়ন থেকে এসব জাল জব্দ করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে মেখল এলাকা থেকে ১ হাজার ৫০০ মিটার জাল জব্দ করা হয়েছিল।

ইউএনও জানান, হালদা নদীতে মাছের অবাধ বিচরণ ও মজুদ বৃদ্ধির লক্ষ্যে সারা বছর নদীতে মাছ শিকারের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও একশ্রেণির স্বার্থন্বেষী মহল নদীতে জাল বসিয়ে চুরি করে মাছ শিকার করছে। বৃহস্পতিবার রাতে মেখল এলাকার হালদা নদীতে জাল বসিয়ে মাছ শিকারের সংবাদ পেয়ে ইউপি সদস্য মো. কাইয়ুম ও স্থানীয়দের সহযোগিতায় ৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close