রংপুর ব্যুরো

  ১৯ নভেম্বর, ২০১৯

ট্রাফিক সচেতনতা ও সড়ক আইন সম্পর্কে রংপুরে মতবিনিময়

ট্রাফিক সচেতনতা ও নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে রংপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে ট্রাফিক উত্তর পুলিশের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম।

সভায় আরো বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় সাধারণ সম্পাদক ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক এম এ মজিদ, আরপিএমপির উপ-পুলিশ কমিশনার উজ্জল কুমার, সহকারি কমিশনার (ট্রাফিক) ফরহাদ ইমরুল কায়েস, সহকারি কমিশনার নাজরান রউফ, ট্রাফিক পুলিশের উত্তর বিভাগের ইন্সপেক্টর দোলোয়ার হোসেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম মুকুল, কার্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, সহ-সভাপতি তমিজ উদ্দিন প্রমুখ। এসময় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি নুর মোহাম্মদ নুরু, সহসাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, সহসাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক, দপ্তর সম্পাদক সিদ্দিকুল ইসলাম টিটু, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক মনোয়ার হোসেন মুকুল, সড়ক সম্পাদক মোতালেব হোসেন, আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close