কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৯

পটুয়াখালী কলাপড়া উপজেলার লালুয়া ইউনিয়ন

দুই মন্ত্রণালয়ের ফাইলে আটকে আছে কাজ

একযুগেও ঠিক হয়নি বেড়িবাঁধ

দুই মন্ত্রণালয়ের চিঠি চালাচালি পর্যন্তই থমকে আছে পটুয়াখালী কলাপড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধের কাজ। সিডরে বিধ্বস্ত হওয়ার ১২ বছর পেরিয়ে গেলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন হয়নি এখনো। ফলে ভোগান্তিতে পড়েছে ওই ইউনিয়নের ১০ গ্রামের মানুষ। কলাপাড়া পাউবো সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় সিডরের সময় লালুয়া ইউনিয়নের ৪৭/৫ পোল্ডারের সাত কিলোমিটার বেড়িবঁআধ বিধ্বস্ত হয়। পরে ২০১১-১২ অর্থ বছরে এমারজেন্সি সাইক্লোন রিও রিয়োশেন প্রজেক্টের (ইসিআরপি) আওতায় বাঁধটি নির্মা করা হয়। তবে রাবনাবাদ নদীর ভাঙনে পুরো বাঁধটিই ধীরে ধীরে বিলীন হয়ে যায়। পরে ২০১৫ সালে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণ করে পাউবো। কিন্তু তা টেকসই না হওয়ায় আবারো ভেঙে যায় বাঁধটি। তবে বেড়িবাঁধটি নির্মাণের ব্যাপারে নৌ পরিবহন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে কয়েকবার চিঠি চালাচালি হয়েছে। এখন পর্যন্ত কোন ফলপ্রসূ হয়নি। সরেজমিনে দেখা যায়, জোয়ারের পানির উচ্চতা বাড়লেই প্রতিনিয়নত ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে দুইদফা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ১০টি গ্রাম। অস্বাভাবিক জোয়ারে ভেঙে গেছে বেশ কিছু বাড়ি-ঘর। প্রলংকারী সিড়রের পরে যে কয়টি ঘূর্নিঝড় হয়েছে প্রত্যেক বারই ক্ষতিগ্রস্থ হয়েছে এ এলাকার মানুষ। লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস দুই মন্ত্রণালয়ের মধ্যে রশি টানাটানির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বন্যানিয়ন্ত্রণ বাঁধ না থাকায় জোয়ারের পানি উঠছে আর নামছে। যার কারণে মানুষের ক্ষতির পরিমানটা দিন দিন বাড়ছে।’ কলাপাড়া পাউবো নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে আছেন খান মোহাম্মদ ওলিউজ্জামান। তিনি জানান, ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ এলাকায় অধিগগ্রহণকৃত পাউবোর সব জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাধারন মানুষের যে জমি আছে সেগুলো পায়রা বন্দর কর্তৃপক্ষ অধিগ্রহন করেছে। তাই বাধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড কোন পদক্ষেপ নিতে পারছে না। পায়রা বন্দর চেয়ারম্যান কমডোর জাহাঙ্গীর হোসেন জানান, পাউবোর জমি অধিগ্রহণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, এখনও জমি বুঝিয়ে দেয়নি। তবে জমি অধিগ্রহনের ব্যাপারে দুই মন্ত্রণালয়ের মধ্যে প্রসেসিং চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close