নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০১৯

নবীনগরে সিলিন্ডার বিস্ফোরণে চাচা-ভাতিজার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের কাঁচারী মোড়ের একটি মুদি দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীরামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২২) ও শাহা আলমের ছেলে বায়োজিদ বাবু (১৭)। নিহতরা সম্পর্কে চাচা-ভাতিজা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই দোকানের মালিক শ্রীরামপুর গ্রামের শাহ আলম। গত মঙ্গলবার দুর্গাপূজার দশমী উৎসব দেখে শাহ আলমের ছোট ভাই আলমগীর ও ছেলে বাবু রাত ২টার দিকে দোকানে এসে ঘুমিয়ে পড়ে। পরে রাত সাড়ে তিনটার দিকে ওই দোকানে একাধিক সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। এতে দোকানে ঘুমিয়ে থাকা চাচা-ভাতিজা আগুনে পুড়ে কংকাল হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিক্রির জন্য মুদি দোকানটিতে ১০টির মতো সিলিন্ডার গ্যাস মজুত ছিলো।

শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম জামাল বলেন, বিষয়টি মর্মান্তিক, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হবে।

নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। তবে দোকানে মজুত থাকা একাধিক সিলিন্ডার গ্যাস বিস্ফোরিত হওয়ায় আগুন ভয়াবহ রূপ নেওয়ায় দুটি মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।’

অনুমোদন ছাড়া যত্রতত্র সিলিন্ডিার গ্যাস মজুত রেখে বিক্রি বন্ধে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close