ফরিদপুর প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের মধ্যে চারা বিতরণ

ফরিদপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ চাষিদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৬টায় শহরের ভাজনডাঙ্গা হর্টিকারচার সেন্টারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ধানের চারা বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ।

এ সময় উপস্থিত ছিলেন হর্টি কালচার উইং এর পরিচালক কৃষিবিদ চন্ডি দাস কুন্ডু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ পার্থ প্রতিম সাহা, উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, হর্টি কালচারের উপপরিচালক কৃষিবিদ মো. শহিদুল্লাহ প্রমুখ।

চারা বিতরণ শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো. আবদুল মুঈদ বৃহত্তর ফরিদপুর জেলার কৃষি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে শহরের ঝিলটুলিতে অবস্থিত নিরাপদ খাদ্য সেন্টার পরিদর্শন করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close