মেহেরপুর প্রতিনিধি

  ১৩ জুলাই, ২০১৯

মেহেরপুরে শ্রমিকদের দাবি আদায়ে আন্তজেলায় বাস ধর্মঘট

মেহেরপুরের বাসশ্রমিকরা তাদের দাবি আদায়ে বাস ধর্মঘট পালন করছে। গতকাল শুক্রবার সকাল থেকে মেহেরপুর জেলা বাস মালিক সমিতির কোন বাস আন্ত:জেলায় চলাচল করছে না। পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের কারণে কুষ্টিয়া থেকে কোন বাস মেহেরপুর জেলায় আসতে পারছে না। তবে কুষ্টিয়ার বাস নিজ সীমান্ত খলিসাকুন্ডি পর্যন্ত চলাচল করছে। পূর্ব ঘোষণা ছাড়া বাস ধর্মঘটের ফলে যাত্রীদের দুর্ভোগের কবলে পড়তে হয়েছে। বাধ্য হয়ে যাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ্য পরিবহন নসিমন, করিমন যোগে যাতায়াত করতে হচ্ছে।

মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বলেন, আন্ত:জেলার সকল রুটে টানা ৩৬ দিন বাস বাস চলাচলের পর ৪৬ দিন বাস বন্ধ রাখতে হয়। এ সময় কোন কাজ না পেয়ে মানবেতর জীবন যাপন করতে হয় বাস শ্রমিকদের। বন্ধের সময়সীমা কমাতে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে প্রতিটি বাস দিনে দু’বার চলাচলের পরিবর্তে একবার চালানোর দাবি তাদের। মালিকপক্ষ দাবি না মানায় বাস চলাচল বন্ধ রেখেছে শ্রমিকরা। মেহেরপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, শ্রমিকদের এ দাবি আগেও মানা হয়েছিলো। পরবর্তীতে শ্রমিকরাই তা পরিবর্তন করেছে। মালিকদের সাথে না বসেই শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে বলে তিনি দাবি করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close