মেহেরপুর প্রতিনিধি

  ১৭ মে, ২০১৯

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মানবসম্পদকে শক্তিতে পরিণত করতে হবে

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, ‘আমাদের দেশের বিবেচনায় এসডিজির মূল লক্ষ্যমাত্রা অর্জনে বিপুল মানব সম্পদকে এসডিজি অর্জন উপযোগী শক্তিতে পরিণত করতে হবে। বৈশি^ক লক্ষ্যমাত্রা পূরণের জন্য, বিশেষ করে কর্মসংস্থান ও অর্থনীতি, মানসম্মত শিক্ষা এবং জলবায়ু বিষয়ে পদক্ষেপ বৈশি^ক অংশীদারিত্ব খুবই গুরুত্বপূর্ণ। গতকাল বৃহস্পতিবার মেহেরপুরে ‘টেকসই উন্নয়ন অভীস্ট (এসডিজি)’ বিষয়ক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় মুজিবনগর দিবস উপলক্ষে প্রকাশিত ‘জয়যাত্রা’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন তিনি। জেলা প্রশাসক মো. আতাউল গণির সভাপতিত্বে বক্তব্য দেন এসপি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম), কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মো. আক্তারুজ্জামান, এডিসি (রাজস্ব) তৌফিকুর রহমান, এডিসি (সার্বিক) ইবাদত হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close