ইবি প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৯

আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স

সর্বোচ্চ পদক জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে ইবি

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প এর অ্যাথলেটিক্সে সর্বোচ্চ চারটি পদক জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান অধিকার করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এ পর্বের সাতটি খেলায় ৪টিতে পদক জিতে মোট ৫৪ পয়েন্ট নিয়ে এগিয়ে রয়েছে বিশ^বিদ্যালয়টি। এছাড়া অ্যাথলেটিক্সে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

গতকাল শনিবার বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে অ্যাথলেটিক্সের বাকি দুটি খেলা অনুষ্টিত হবে। খেলা চলাকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। খেলা শেষে প্রধানমন্ত্রী সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলের হাতে পুরস্কার তুলে দিবেন বলে জানিয়েছেন ইবির ক্রীড়া বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান।

গত শুক্রবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পের অ্যাথলেটিক্স পর্বের সাতটি খেলা অনুষ্ঠিত হয়। এতে চারটি খেলায় পদক অর্জন করে ইবির শিক্ষার্থীরা। এর মধ্যে মেয়েদের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় যথাক্রমে স্বর্ণপদক এবং রৌপ্য পদক অর্জন করেছে তামান্না আক্তার ও দিশা সুলতানা।

ছেলেদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জপদক অর্জন করেছে সোহেল মল্লিক। মেয়েদের দীর্ঘ লাফ প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে রিংকি খাতুন। ১০০ মিটার হারডেলসেও স্বর্ণপদক জয় করেছে তামান্না আক্তার। এছাড়া ১০০ মিটার দৌড়ে স্বর্ণপদক অর্জন করেছে তামান্না আক্তার, দিশা সুলতানা, সোহেল মল্লিক ও ফিরোজ আহমেদ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close