পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

  ২৮ এপ্রিল, ২০১৯

পীরগঞ্জে নারী-শিশু নির্যাতন প্রতিরোধে সমাবেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ধর্ষণ-হত্যা-নারী ও শিশু নির্যাতন, বিচারহীনতা এবং সম্প্রদায়িকতা প্রতিরোধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করে এক প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. আবু সায়েম, উপজেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য প্রভাত শমীর শাহাজান, অধীর কুমার রায়, মোতুর্জা আলম প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এ দেশের মালিক হলো জনগণ। একাত্তরের মুক্তাঞ্চলগুলোতে ধর্ষন, নারী-শিশু নির্যাতন, চুরি-ডাকাতি বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু ২০১৯ সালের প্রথম তিন মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অন্তত আড়াই হাজার মামলা হয়েছে। এসব অধিকাংশ ঘটনার বিচার হবে না। অলিখিত দায়মুক্তি পেয়ে দুর্বৃত্তরা পার পেয়ে যাবে। প্রশাসন অপরাধীদের শুধু প্রশ্রয়ই দিচ্ছে না, তারা কেউ কেউ এসব ঘৃণ্য অপরাধমূলক কাজকর্মে যুক্ত হয়ে পড়ছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close