প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ এপ্রিল, ২০১৯

মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যায় প্রতিবাদের ঝড়

ফেনীর সোনাগাজী উপজেলার ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র, যুব, স্বেচ্ছাসেবী, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় বক্তারা অবিলম্বে নুসরাত হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর :

ভোলা : ভোলায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটি। এতে বক্তব্য দেন ইমান আক্বিদা সংরক্ষন কমিটির সহসভাপতি মাওলানা নুরে আলম, সম্পাদক মাওলানা তাজউদ্দিন ফারুকি, এনশিওর ল্যান্ডমার্কের ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ইসলামী আন্দোলন ভোলা জেলা সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

ফরিদপুর : ফরিদপুরের মানববন্ধনে বক্তব্য দেন অ্যাড. শিপ্রা গোস্মামী, আনম ফজলুল হাদী সাব্বির, ফালগুনি আহমেদ, তাহিয়াতুল জান্নাত রেমি, খালিদ মাহমুদ সবিজ প্রমুখ।

নওগাঁ : নওগাঁয় মানববন্ধনের অ্যাড. ডিএম আব্দুর বারীর সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মতুর্জা রেজা, প্রকৌশলী গুরুদাস দত্ত, প্রতাপ চন্দ্র সরকার, এমএম রাসেল, বরেন্দ্র রেডিও’র স্টেশন ম্যানেজার সুব্রত সরকার, রিফাত হোসাইন সবুজ প্রমুখ।

সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সহসভাপতি আব্দুল আলিম, সম্পাদক সরদার আমজাদ হোসেন মিঠু, যুগ্ম সম্পাদক বিজয় মন্ডল, সহসাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন প্রমুখ।

পাবনা : পাবনার মানববন্ধনে বক্তব্য দেন ‘আমরাই পারি’ সংগঠনের জেলা আহ্বায়ক বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান, সদস্য সচিব আব্দুর রব মন্টু, রিপোটারর্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, পৌর আ.লীগের সম্পাদক শাহজাহান মামুন, আসিয়াবের পরিচালক আব্দুস সামাদ, আব্দুল আহাদ, কামরুন্নাহার প্রমুখ।

গাইবান্ধা : গাইবান্ধা অধ্যাপক রোকেয়া খাতুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা, পারুল বেগম প্রমুখ।

ইবি : ইসলামী বিশ^বিদ্যালয়ের (ইবি) মানববন্ধনে বিশ^বিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন কর্মসূচিতে একাত্মতা পোষণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও যৌন নির্যাতন প্রতিরোধ সেলের আহবায়ক অধ্যাপক ড. নাসিম বানু, প্রক্টর (ভারপ্রাপ্ত) আনিছুর রহমানসহ

বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য দেন মেহেদী হাসান মোহন, সিয়াদ হোসেন শামিম, ইবনে জাহিদ, আলাউদ্দিন নোমান, নিলয় প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে মানববন্ধনের আয়োজন করেন সরকারি কেসি কলেজ ছাত্রলীগ শাখা। এসময় বক্তব্য দেন কলেজ শাখার সম্পাদক আবু সমুন বিশ্বাস, লুবান মাহফুজ মিশুক, জিনাত জাহান সিথি, সানজিদা ইসলাম দিশা প্রমুখ।

পলাশ (নরসিংদী) : নরসিংদীর পলাশ উপজেলায় মানববন্ধনে হিউম্যান রাইটস এন্ড প্রেস সোসাইটির উপজেলা শাখার সম্পাদক নূরে-আলম রনির পরিচালনায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন আনু, সহসভাপতি জাকির হোসেন, যুগ্ন সম্পাদক মো. আল-আমিন মিয়া, জাহিদুল ইসলাম জাহিদ, নাছিমা সুলতানা লাকি জিয়াউর রহমান জয় প্রমুখ।

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগরে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন সামাজিক সংগঠন জাগ্রত তরুণ মানব কল্যাণ-সংস্থা। এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফাহিমুল ইসলাম, সম্পাদক মো. হোসাইন, শেখ মজিবুর রহমান ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক শুভজিৎ দাস, জসীম প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ মহিলা পরিষদ। এতে জেলা শাখার সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী অ্যাড. মানিক মজুমদার, সমাজ সেবক আবু সাঈদ মিয়া, মো. নজরুল ইসলাম, মির্জা আব্বাস হোসেন, মো. আনিসুর রহমান লিটন, জেসমিন আক্তার এমি, সাংবাদিক শাহজাহান হেলাল, প্রমুখ।

পাইকগাছা (খুলনা) : খুলনার পাইকগাছায় মানববন্ধনে সমিতা ঢালীর সভাপতিত্বে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, প্রেসক্লাব সভাপতি এ্যাড. এফএমএ রাজ্জাক, কমরেড শেখ আব্দুল হান্নান প্রমুখ।

কাম্পানীগঞ্জ (নোয়াখালী) : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা আ.লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন রুনু, কবি ও সাহিত্যিক রফিকুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ উদ্দিন বাবুল প্রমুখ।

ফুলগাজী (ফেনী) : ফেনীর ফুলগাজী উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে মানববন্ধনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি হাজী জামাল উদ্দিন, উপজেলা যুবলীগের সম্পাদক একরাম পাটোয়ারি, সদর যুবলীগের সভাপতি মিজান কোম্পানি, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলাম মজুমদার, উপজেলা ছাত্রলীগের সম্পাদক মো. শামিম প্রমুখ।

ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় মানববন্ধনে উপস্থিত ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন সোনারবাংল উচ্চবিদ্যালয় কমিটির সভাপতি হাজী শাহাবউদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক নূরুল ইসলাম মানিক, কমিটির সদস্য কমল ঢালী, হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি অনিক তালুকদার, ছাত্রনেতা শরীফ নাফে আল নাঈম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close