বগুড়া প্রতিনিধি

  ২১ মার্চ, ২০১৯

বগুড়ায় শিক্ষার্থীরা শুনল মুক্তিযুদ্ধের গল্প

বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনল রণাঙ্গনের বীরত্ব গাথা। গতকাল বুধবার সকাল ৯টায় বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়ার যৌথ উদ্যোগে ‘বিয়াম ফাউন্ডেশন’ মিলনায়তনে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক কর্মসূচি ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বগুড়ার সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বগুড়া জেলার সাবেক ডেপুটি কমান্ডার এবং সারিয়াকান্দির সাবেক উপজেলা কমান্ডার)। কঠোর ট্রেইনিং সময়ের গল্প এবং বগুড়া জেলার সারিয়াকান্দিসহ বিভিন্ন এলাকায় যুদ্ধক্ষেত্রের স্মৃতিকথা শোনান তিনি। অমুক্তিযোদ্ধাদের সনদ অর্জনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধদের অবমূল্যায়নের কথাও বেদনা চিত্তে তুলে ধরেন তিনি। দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিতে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চা ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করার আহ্বান জানান তিনি। পিনপতন নিরবতায় শিক্ষার্থীরা শোনে মুক্তিযোদ্ধার কথা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আব্দুস সামাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আ.লীগের যুগ্ম-সম্পাদক টি জামান নিকেতা, মুক্তিযোদ্ধা ডা. আরশাদ সায়ীদ, সমন্বয়কারী এ টি এম রাশেদুল ইসলাম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close