প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

জাটকা সংরক্ষণ সপ্তাহ

আজকের জাটকা আগামী দিনের ইলিশ

‘কোন জাল ফেলবো না, জাটকা ইলিশ ধরবো না’ শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার র‌্যালি, নৌ-র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তরা বলেন, আজকের জাটকা আগামী দিনের ইলিশ। এসময় ১৬ থেকে ২২ মার্চ পর্যন্ত নদীতে সব ধরনের মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকতে বলা হয়। প্রতিদিনের পাঠানো খবর :

বরিশাল : বরিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দফতরের আয়োজনে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে জেলা মৎস্য কর্মকর্তা সাজদার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দস, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ডিএস শহীদুল্লাহ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামতসহ মৎস্যজীবীরা।

ফরিদপুর : ফরিদপুরে র‌্যালি শেষে আলোচনা সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান। বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ কার্তিক চন্দ্র চক্রবর্তী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, জেলা মৎস্য জীবি সমিতির সভাপতি অষিম কুমার মালো।

গাইবান্ধা : গাইবান্ধায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফায়েল হোসেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুদ দাইয়ান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জি, মৎস্যজীবি কিন্তুরাম দাস, শাহিন মিয়া প্রমুখ।

ভোলা : ভোলার চরফ্যাশনে সামরাজ ঘাট থেকে প্রায় কয়েক শত মাছ ধরার ট্রলার নিয়ে নৌ-র‌্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। স্বাগত বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের মহা পরিচালক আবু সাইদ মো. রাশেদুল হক। আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, নৌ-পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. মোকতার হোসেন পিপিএম সেবা, আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাসার।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে র‌্যালি শেষে আলোচনা সভায় জেলা মৎস্য অফিসার ড. মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব রহমান, উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান, বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ, তেওতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, সাংবাদিক বাবুল আকতার মঞ্জুর, সাংবাদিক নিরঞ্জন সুত্রধর, উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুর আলম প্রমুখ।

দোহার (ঢাকা) : ঢাকার দোহারে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিবন্ধন অধিদপ্তরের মহা পরিচালক আইজি আর খান মো. আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. কাজি ইকবাল আজম, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, ঢাকা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহজাহান মোল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দ.) আব্দুল মান্নান প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close