প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৯

প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯

খেলাধুলা ও সংস্কৃতিচর্চার প্রতিও গুরুত্ব দিতে হবে

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি’Ñ এ স্লোগান সামনে রেখে নানা আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার দেশের বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, শিক্ষা মেলা, মা সমাবেশ, মতবিনিময় সভা, সাহিত্য-সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়ানুষ্ঠান, পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা-উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝালকাঠি : ঝালকাঠিতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের কর্মসূচির উদ্বোধন করেন আ.লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি। জেলা প্রশাসক হামিদুল হকের সভপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গাইবান্ধা : গাইবান্ধায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুল মতিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হোসেন আলী, পিটিআই সুপার ছামছি আরা বেগম, এডিপিও সৈয়দ ফিরোজ ইফতেখারসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

পটুয়াখালী : পটুয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ছাইফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, সহকারী পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, পিটিআই ইন্সট্রাক্টর কামরুন্নাহার বেগম, জহোর লাল বশার, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাগরিয়া রাহা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরিন নাহার প্রমুখ।

ঝিনাইদহ : ঝিনাইদহে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ মো. আক্তারুজ্জামান। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ^াস, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, পিটিআই সুপার আতিয়ার রহমান, জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুশতাক আহমদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার প্রবীর কুমার কাঞ্জিলাল, ফেরদৌস আরা, ইশতিয়াক আহমেদ প্রমুখ।

ভোলা : ভোলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, ভোলা সদর সার্কেল এসপি আব্দুল্লাহ আল-মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল চন্দ্র হাওলাদার, পিটিআই সুপারিনটেনডন্ট শিরীন শবনাম প্রমুখ।

মেহেরপুর : মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন, জেলা প্রথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেলা শিক্ষা অফিসার শাহীন আখতার, সহকারি জেলা প্রথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আপিল উদ্দীন, শিক্ষখ সানজিদা আক্তার, আশরাফুজ্জামান প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) : নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ হলরুমে প্রাথমিক শিক্ষা অফিসার আতোয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মাসুম আলী বেগ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রিতা রানী মহন্ত, মাহসিউর রহমান, উপজেলা বন কর্মকতা শহীদুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রউফ প্রমুখ।

বাঘা (রাজশাহী) : রাজশাহীর বাঘায় আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও শাহিন রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আওলাদ হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনজারুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার শাজাহান আলী, ইউআরসি প্রশিক্ষক আনারুল ইসলাম প্রমুখ।

আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে র‌্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রহমান, ইউএনও শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মন্ডল, সহকারী সেটেলম্যান অফিসার শাহা আলম ইকবাল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর লতিফ প্রমুখ।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যালি শেষে ইউএনও মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন প্রমুখ।

কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈরে র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম, ইউএনও কাজী হাফিজুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, প্রকল্প ব্যস্তবায়ন অফিসার আহম্মদ রেজা আল মামুন, উপজেলা প্রকৌশলী সাজ্জাদ কবির, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আলমগীর হোসাইন প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) : ফরিদপুরের মধুখালীতে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মোস্তফা মনোয়ার, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ দেলোয়ার হোসেন. নাসিমা আক্তার ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

নবাবগঞ্জ (দিনাজপুর) : দিনাজপুরের নবাবগঞ্জে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজন করা হয়েছে শিক্ষা মেলার।

দুপচাঁচিয়া (বগুড়া) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, ইউএনও এস.এম জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম রেজাউল হক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলহাজ বেলাল হোসেন, প্রধান শিক্ষক নূর-এ আলম সিদ্দিকী, রাবেয়া খাতুন প্রমুখ।

রাঙ্গাবালী (পটুয়াখালী) : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও

মাশফাকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম সগীর, রাঙ্গাবালী থানার এসআই (তদন্ত) মোস্তফা কামাল প্রমুখ।

গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যালিতে উপস্থিত ছিলেন ইউএনও কাজী মাহবুব উর রহমান, উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) হাফিজুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার কুশল আহমেদ রনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা হোসাইন মোহাম্মদ ফারুক, ইউএনও জাকির হোসেন, ধারা ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমদ বিপ্লব, ধুরাইল ইউপি চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন, বিলডোরা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বদরুজ্জামান প্রমুখ।

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনিতে র‌্যালি পরবর্তী সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ইউএনও আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ইয়াফি, শিক্ষক সমিতির সভাপতি নিজাম উদ্দিন ঢালী, শিক্ষক বিএম হেমায়েত হোসেন, সরোয়ার হোসেন, সালমা ইসলাম প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : কুমিল্লার মুরাদনগর উপজেলায় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মেহেবুব, সহকারি শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী, শিক্ষা অফিসার শাহ্ মো. ইকবাল মনসুর, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেবেকা সুলতানা, সহকারী শিক্ষা কর্মকতা সায়মা সাবরীন, জয়নাল আবেদীন, তুহিন কান্তি দাস, সেলিমগীর হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সাত দিনব্যাপী শিক্ষা মেলায় উপস্থিত ছিলেন ইউএনও এ, ডব্লিউ, এম, রায়হান শাহ্, জেলা আ.লীগ সিনিয়র সহ-সভাপতি ইমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম, মৎস্য অফিসার ইসমত আরা, সহকারী শিক্ষা অফিসার জাহিদ ইবনে সুলতান, একটি বাড়ি একটি খামার কার্যালয়ের কর্মকর্তা জাহাঙ্গির আলম প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরে র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন ইউএনও আল মামুন, উপজেলা চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, সহকারী শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবে শহীদ খান সবুজ প্রমুখ।

শিবালয় (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয়ে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাবেরা সুলতানা, এটিও আব্দুল মান্নান, আব্দুল মুন্নাফ, প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।

ফুলপুর (ময়মনসিংহ) : ময়মনসিংহের ফুলপুরে র‌্যালিতে উপস্থিত ছিলেন এসি ল্যান্ড তৃপ্তি কণা মন্ডল, শিক্ষা অফিসার সাইফুল মালেক, হেলাল উদ্দিন আরিফ রব্বানী, মোহাম্মদ শরীফ খান, নুরুন্নাহার প্রমুখ।

সদরপুর (ফরিদপুর) : ফরিদপুরের সদরপুর উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় সভাপতিত্ব করেন ইউএনও পূরবী গোলদার অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মালেক মিঞা প্রমুখ।

আমতলী (বরগুনা) : বরগুনার আমতলীতে ইউএনও সরোয়ার হোসেনের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ জি এম দেলওয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান প্রমুখ। এ সময় সরকারি বেসরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের ভূঞাপুরে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও ঝোটন চন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ পারভীন, সহকারী শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, রেজাউল করিম, শিক্ষক নেতা জসিম উদ্দিন প্রমুখ।

বিজয়নগর (ব্রাহ্মণবাড়ীয়) : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউএনও মেহের নিগারের সভাপতিত্বে র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তানভীর ভূইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসাইন পমুখ।

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলাধীন হিলিতে র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুর রাফিউল আলম। র‌্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে উপজেলা হলরুমে আলোচনা সভায় পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অন্যরা বক্তব্য দেন।

কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহারের সভাপতিত্বে অঅলোচনা সভায় বক্তব্য দেন শিবলী সাদিক, প্রকৌশলী শাকিল হোসেন, খাদ্য কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান প্রমুখ।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের কোটালীপাড়ায় র‌্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও এস এম মাহফুজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার রুবাইয়া ইয়াসমিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাফায়েত হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ইদ্রিস আলী, বিদ্যা রতন বিশ^াস, রঞ্জন কুমার বোস, সোহেল রানা প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী) : পটুয়াখালীর মির্জাগঞ্জে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউএনও আবদুল্লাহ আল জাকী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উত্তম কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিলরুবা ইয়াসমিন লিজা, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জিন্নাত জাহান, প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামন, মোশাররফ হোসেন, মোসলে উদ্দীন মিন্টু জোমাদ্দার, জাকির হোসেন, আবদুল সালাম সিকদার প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের তাড়াশে ইউএনও ইফ্ফাত জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা পারভিন মিনি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা জুলফিকার আলী প্রমুখ।

বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদা উপজেলায় র‌্যালি পরবর্তী সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মাসুদ হাসান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আনোয়ার সাহাদৎ, বোদা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান বাবু, সহকারী শিক্ষক শাহীনুর ইসলাম, আমিনা বেগম, আবু বক্কর সিদ্দিক, প্রধান শিক্ষক হোসনে আরা, কামরুজ্জামান রুবেল প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া, ইউএনও আব্দুস সালাম চৌধুরী, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মাসুুদুর রহমান মাসুদ, উপজেলা প্রকৌশলী শহীদুজ্জামান, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান সোহান, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার নুরুজ্জামান মিয়া প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close